বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল

বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রঞ্জন কুমার পাল শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে প্রভাষক জুলফিকার আলী এবং মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে শিবলী নোমান নির্বাচিত হয়েছেন। মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহিয়া ইসলাম।

অন্যদিকে হামদ, কিরাত ও রবীন্দ্রসংগীতসহ মোট ২৭টি ক্যাটাগরিতে এ প্রতিষ্ঠান প্রথম স্থান অর্জন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে।


আরআই
add